মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলার সরকারি জনতা কলেজ মাঠ প্রাঙ্গণে ২য় জানাজার মধ্য দিয়ে পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমীন হাওলাদারের বড় ভাই জেলা জাতীয় পার্টির সভাপতি ও আঙ্গারিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম সুলতান আহম্মেদ হাওলাদারকে শেষ শ্রদ্ধায় বিদায় জানানো হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) বেলা ৩টায় ২য় জানাজা শেষে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। পরে নিজ বাড়িতে ৩য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত মরহুম সুলতান আহম্মেদ হাওলাদারের ২য় জানাজায় উপস্থিত ছিলেন পটুয়াখালী -২ আসনের সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ, পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদার, পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুউল আলম, পুলিশ সুপার সাইদুল ইসলাম,
দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নান এবং পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ গোলাম সরোয়ার প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্খীসহ বহু লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম সুলতান আহম্মেদ হাওলাদার বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন এবং সেখানে ১ম নামাজে জানাজা গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।।