1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রহস্যময় ঐতিহ্যবাহী শাহ সূফী হযরত ইয়ারউদ্দীন খলিফা (রঃ) মাজার ও জীবনী পটুয়াখালীতে কৃষি কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবীতে কৃষক-কৃষানীদের মানববন্ধন পটুয়াখালীতে গণধ*র্ষণে*র শিকার এক তালাকপ্রাপ্তা মহিলা বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন

দুমকীতে রাতের আঁধারে নিম্নমানের ইটে রাস্তা নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: নিম্নমানের ইট দিয়ে পটুয়াখালীর দুমকিতে হেরিং বোন বন্ড রাস্তার কাজ চলছে এমন অভিযোগ রয়েছে স্থানীয়দের। তড়িঘড়ি করে কাজ করে রাতের আঁধারে বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এদিকে রাতে ওই রাস্তা নির্মাণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হলে নেটিজেনরা ছুড়েছেন নানা মন্তব্য।

শনিবার (৩০ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই রাস্তার নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তবে নির্মাণ কাজে ব্যবহৃত অতিরিক্ত ফেলে রাখা আধা পোড়া ইট পাশের ক্ষেত খামারে পড়ে আছে।

স্থানীয় বাসিন্দা সাবেদ আলী আকন ক্ষোভ প্রকাশ করে জানান, নিম্নমানের ইটের কথা জিজ্ঞেস করলে তারা (রাস্তা নির্মান শ্রমিকেরা) বলে আপনার কী? মনির হাওলাদার নামের অপর এক স্থানীয় বাসিন্দা জানান, এর চেয়ে চুলার মাটিও শক্ত। এ ধরণের ইট দিয়ে রাস্তা নির্মাণ করে জনগনের সাথে প্রতারণা ছাড়া কিছু নয়। আল আমিন নামের স্থানীয় এক যুবক জানান, অনেক অভিযোগের পর কিছু ভালো ইট আনলেও পরবর্তীতে সেই ইট আবার ফেরত নিয়ে গেছে।

সূত্র জানায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে লেবুখালী-বগা মহাসড়ক থেকে মিয়া বাড়ি পর্যন্ত ৫’শ মিটার হেরিং বোন বন্ড রাস্তার নির্মাণ কাজ এ বছরের ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আঃ মান্নান বলেন, স্থানীয় কয়েকজনকে উপস্থিত থেকে রাস্তার কাজ করার দায়িত্ব দিয়েছি। তবে স্থানীয়দের বিভিন্ন অভিযোগের কথা তাকে জানালে নিজে সরেজমিনে এসে তদারকি করবেন বলে আশ্বাস দেন।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী সাউথ বিডি নিউজ ২৪-কে বলেন, আমরা এমনটা শুনেছি। কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ঠিকাদারকে বলা হয়েছে নিম্নমানের সামগ্রী সরিয়ে নেয়ার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট