মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: “উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দুমকীতে বিষ মুক্ত শাকসবজি চাষে দরিদ্র মহিলাদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীলের সঞ্চালনায় বিআরডিবি’র হলরুমে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহয়তা প্রকল্পের ২য় পর্যায়ের এ প্রশিক্ষণ কর্মশালায় জুম এ্যাপে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিআরডিবি’র পরিচালক (পরিকল্পনা) সরদার মোঃ কেরামত আলী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, এআরডিও ইরেসপো মোঃ হাফিজুর রহমান, এআরডিও পদাদিক পারভীন খানম ও পরিদর্শক মোঃ শাহিন প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন দরিদ্র মহিলাদের এ প্রশিক্ষণ দেয়া হয়।