1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

দুমকীতে বিদায়ী ইউএনও আল ইমরানকে সংবর্ধনা 

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার(১১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার, দুমকী প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধা ও লেবুখালী ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম তুহিন আকন, সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ লতিফ প্রমূখ।

এসময় উপজেলার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, দুমকী প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আল ইমরান দুমকী উপজেলায় থাকাকালীন সময়ে সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন সৎ, নিষ্ঠবান ও কর্তব্যপরায়ণ ব্যক্তিত্ব। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে উপজেলার শতভাগ নাগরিকের কাছে আস্থার প্রতীক হয়ে থাকবে বলে বক্তারা দাবি করেন।

বিদায়ী ইউএনও মো. আল ইমরান বলেন, ‘আমি কোনো উপহার বা সংবর্ধনায় বিশ্বাসী নই। আমি আমার কাজকে নিজের দায়িত্ব ও কর্তব্য মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর উন্নয়নের কাজকে বাস্তবায়নের জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছেন। আমি তা পালন করছি।

প্রসঙ্গত, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান ইতিপূর্বে দুমকীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বর্তমানে তাকে বরগুনা জেলার বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট