মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকী উপজেলার আঠারোগাছিয়া গ্রামে শনিবার (১৩ এপ্রিল) সকালে ভাতিজা সহিদ সিকদার (৩০) এর হাতে খুন হয়েছেন তার চাচতো চাচা আজিজ সিকদার (৭০)। এসময় পাগলের ছদ্মবেশ ধারণ করে ব্যপক হামলা চালিয়ে ভাংচুর করে। ঘটনার পর পালানোর সময় ভাতিজা সহিদ সিকদারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সহিদ সিকদার উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের ছেলে।
নিহত আজিজ সিকদারের ছেলের বৌ জানান, সিকদার সৌদি আরব থাকাকালীন টাকা পয়সা ভাইদের নামে পাঠাতো। সেই টাকা দিয়ে বিল্ডিং করে। ভাইদের কাছে টাকা চাইলে তা দিতে চায় না। এজন্য কয়েক দিন ধরে খুব হতাশায় ভুগতেছিলো। তবে কী কারনে এমন ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত কেউ বলতে পারেনি।
সূত্র জানায়, শনিবার সকালে বাড়ির পাশে গরু বেঁধে ফিরছিলেন আজিজ সিকদার। এসময় সহিদ সিকদার হাতে দেশীয় বাংলা ‘দা’ নিয়ে আজিজ সিকদারের ওপর অতর্কিত হামলা চালিয়ে উপুর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে ৩ টি বৈদ্যুতিক মিটার, থাই গ্লাস এবং পথিমধ্যে স্থানীয় ইউপি সদস্য শামিমের ওপর হামলা চালায়। পরে মনোয়ারা নামের এক প্রতিবেশীর ওপর হামলা চালিয়ে হাতে থাকা দুধ দিয়ে গোসল করেন অভিযুক্ত সহিদ সিকদার। এদিকে আহত আজিজ সিকদারকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত সহিদ সিকদারকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা নেয়া হবে।”