দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: “উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দুমকী’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে কিশোরীদের বয়:সন্ধি, ইভটিজিং, বাল্যবিবাহ ও স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক ধারণা দেয়া হয় এবং প্রশিক্ষণ শেষে শতাধিক কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ও খাতা কলম বিতরণ করা হয়।
বুধবার (৭ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল। ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীল।