মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দুমকীতে কম্বাইন্ড হার্ভেস্টারের মেশিন দিয়ে রোপা আমন ধান কাটা উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।
বৃহস্পতিবার(১৪ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার জলিশা গ্রামের ৮নং ওয়ার্ডে রোপা আমন( ব্রি-৮৭) ব্লকের কৃষাণ কৃষাণীর উপস্থিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়ার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের(খামার বাড়ি) উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাসুদ আল মামুন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, শ্রীরামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রনোদনা/সমলয় কর্মসূচির আওতায় ওই প্রকল্পের ৫০ একর ব্লক প্রদর্শনীর ধান কাটার উদ্বোধন করা হয়।