মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকীতে পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গলাচিপার মোঃ সুমন (৩০) নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক কারবারি সুমন গলাচিপার (সত্তার চেয়ারম্যান এর বাড়ির পাশে) আমখোলা ইউপি’র ৯নং ওয়ার্ডের বাউরিয়া এলাকার মোঃ বারেক চৌকিদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পায়রা সেতুর টোল প্লাজায় মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই মাসুদ রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পলাতক আসামী মোঃ সুমনকে এর বসত ঘরের সামনে ৩’শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগত ৭ হাজার টাকাসহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান সাউথ বিডি নিউজ ২৪ কে বলেন, সংশ্লিষ্ট আইনে আসামীর বিরুদ্ধে দুমকী থানায় একটি মামলা হয়েছে।