মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে মোঃ সজীব হাওলাদার (২৮) ও মোঃ মামুন সরদার (৩৮) নামে দুই যুবককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
আটককৃত আসামী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাটরা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে এবং আটককৃত অপর আসামী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রসিদ সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮মে) দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দুমকী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪ পিছ ইয়াবাসহ সজিবকে আটক করে এবং বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের অপর একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোলাম মোস্তফা প্যাদা'র বাড়ির সামনে থেকে ১১ পিচ ইয়াবাসহ মামুনকে আটক করে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, "এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে দুমকী থানায় ২ আসামীর বিরুদ্ধে মামলা হয়েছে।"