1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

দুমকীতে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি মৌজার চর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মেসার্স হাওলাদার ব্রিকস্ নামের ইট ভাটাটি বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে দুমকী উপজেলা প্রশাসন।

উচ্চ আদালতের নির্দেশে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল অভিযান চালিয়ে ভাটাটির আংশিক ধ্বংস এবং বাকি স্থাপনা ১৫ দিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

মেসার্স হাওলাদার ব্রিকস্ ইটভাটাটি বাউফল উপজেলা পরিষদ প্রভাবশালী চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান হাওলাদারের। অবৈধ ওই ইটভাটা বন্ধে বাউফলের রাজনগর এলাকার জনৈক মো: জাকির হোসাইন ঢাকার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগের ১৮২২০/২০১৭নম্বর রিট পিটিশনের আদেশে দুমকী উপজেলার চরগরবদি মৌজায় মেসার্স হাওলাদার ব্রিকস্ অবৈধ ঘোষনা করে তা বন্ধের নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশ পেয়ে এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের লোক দেখে ভাটার লোকজন পালিয়ে যান। এ সময় প্রশাসনের নিয়ে যাওয়া এক্সকাভেটর যন্ত্র দিয়ে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। ভাটার পাশে রাখা বিপুল পরিমাণ কাঁচা ইটও নষ্ট করা হয়।

ইট ভাটার স্বত্বিধিকারী বগা ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।

দুমকী উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল বলেন, আমরা আদালতের আদেশের চিঠি পেয়ে অবৈধ ওই ইটভাটায় অভিযান চালিয়ে তা ভেঙ্গে দিয়েছি।

প্রসঙ্গত, এর আগেও ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে দু’দফায় ওই ইটভাটাটি ভেঙ্গে দিলেও রহস্যজনকভাবে ফের তা চালু করে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন মালিক পক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট