মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: গাঁজাসহ পটুয়াখালীর দুমকীতে মিজান সরদার ওরফে নিজাম(৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে দুমকী থানা পুলিশ।
আটক ওই মাদক কারবারি গ্রামের বাড়ি প্বার্শবর্তী উপজেলা বাকেরগঞ্জের মধ্য নলুয়ার ৬ নম্বর ওয়ার্ডের মৌকরন চরের মৃত. সালাম সরদারের ছেলে। উল্লেখ্য, উপজেলার কদমতলা বাজার সংলগ্ন (মুরাদিয়া অংশ) চরের নাম মৌকরন।
সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার জন্য উপজেলার রাজাখালী বাজার সংলগ্ন আব্দুর রব হাওলাদার এর বাড়ির সামনে কালভার্টে রাস্তার ওপর থেকে আসামী নিজামকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে এসআই(নিঃ)/মোঃ মনিরুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্স।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আঃ হান্নান জানান, সংশ্লিষ্ট আইনে আসামী নিজামের বিরুদ্ধে মামলা হয়েছে। যার নম্বর -১১।