ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ ২২ নভেম্বর বুধবার বিকেল ৩ টায় দুমকি উপজেলাধীন আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এবং লেবুখালী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার সিকদার এর সভাপতিত্বে ও সাংবাদিক এবং প্রকৌশলী মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ প্রেসক্লাব বরিশাল এর সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এ্যাড. মোঃ মহিউদ্দিন আব্দুল কাইয়ুম এর তৃতীয় মৃত্যু বার্ষিকীতে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথী'র সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আবদুল মালেক সিকদার, পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম সিকদার, আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মান্নান সিকদার এবং মোঃ খোকন সিকদার ও বাদল হাওলাদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।