জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ দীর্ঘ ২৩ বছর পর আগামীকাল বুধবার (২ জুলাই) পটুয়াখালী ব্যয়ামাগার মিলনায়তনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালে) উদ্বোধনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সহ- প্রচার সম্পাদক মোঃ আসাদুল কবির শাহীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন, সদস্য মাওলানা শাহ নেছারুল হক, সদস্য ইঞ্জিঃ একেএম ফারুক আহমেদ তালুকদার, সদস্য মোঃ দুলাল হোসেন। সভাপতিত্ব করবেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সঞ্চালনা করবেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
দীর্ঘদিন পরে সম্মেলন হওয়ায় স্থানীয় বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হয়েছ।
এ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক কমিটির ৩০ জনসহ ৮টি উপজেলার মোট ১৪০০ জন কাউন্সিলর ডেলিগে উপস্থিত থাকবেন বলে জেলা বিএনপির সদস্য মোঃ সিদ্দিকুর রহমান জানিয়েছেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন (কমিটি নির্বাচন) বিকেলে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে।
এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক পটুয়াখালী জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডঃ আব্দুল হক ফরাজীকে চেয়ারম্যান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়। এ কমিটি কর্তৃক আজ মঙ্গলবার সকাল ১০ টা হতে বেলা ১১ টা পর্যন্ত জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদের জন্য মনোনয়ন দাখিলের আহবান করে। এতে সভাপতি পদে বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিও অন্যতম সদস্য মাকসুদ আহম্মদ বায়জীদ (পান্না মিয়া) এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান আহবায়ক কমিটির সদস্য এ্যাডঃ মুজিবুর রহমান টোটন, সদস্য বশির আহম্মেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ তৌফিক আলী খান কবির, সদস্য মোঃ দেলোয়ার হোসেন খান নান্নু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন ও মোঃ সাঈদুর রহমান তালুকদার (সাঈদ তালুকদার) প্রার্থী হয়েছেন।
উল্লেখ্য, ২০০২ সালে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে মেয়াদ উত্তীর্ন হওয়ায় কমিটি বিলুপ্ত করে ২০২০ সালের ২ নভেম্বর আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহবায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষৃট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি মোঃ শাহজাহান খান এর মৃত্যুতে এখন ৩০ জন্য রয়েছে।
সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি জানিয়েছেন।