• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

দশমিনার হ*ত্যা চেষ্টা মা*মলা*র প্রধান আসামী ঢাকায় গ্রে*ফ*তার

অন্তর দাস, দশমিনা, পটুয়াখালীঃ / ২৭৪ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

অন্তর দাস, দশমিনা, পটুয়াখালীঃ পটুয়াখালীর দশমিনা উপজেলায় হত্যার চেষ্টা মামলায় প্রধান আসামী মোঃ জাহাঙ্গীর মাতুব্বর ঢাকায় গ্রেফতার হয়েছে।

শুক্রবার (১০জানুয়ারি) বিকেলে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী মোঃ জাহাঙ্গীর মাতুব্বর(৪৫) কে দশমিনা থানা পুলিশ ও র‍্যাব —১০ যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা থেকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম।

জানা যায়, উপজেলাধীন বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী ০৮ নং ওয়ার্ড এ গত ০৮ নভেম্বর সকাল ০৮.০০ ঘটিকার সময় মোঃ লাল মিয়ার ক্ষেতে রোপা আমন ধান গরু দিয়ে নষ্ট করায় মোঃ লাল মিয়া জিজ্ঞাসা করলে বিবাদী জাহাঙ্গীর, রাকিব ও রাহাত সহ অজ্ঞাত ৪/৫ জন তাকে উপর্যুপরি কুপিয়ে পায়ের গোড়ালির রগ কেঁটে দেয়। এ ঘটনায় লাল মিয়া বাদী হয়ে দশমিনা থানায় ০৮ নভেম্বর হত্যার চেষ্টা মামলা দায়ের করেন এবং ১১ নভেম্বর মামলাটি এজাহারভুক্ত করা হয়। মামলাটি এজাহারের পর থেকে আসামীরা পালাতক থাকে। গত শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে দশমিনা থানা পুলিশ ও র‍্যাব— ১০ প্রধান আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করে ঐ রাতেই আসামীকে দশমিনা থানায় নিয়ে আসা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, “গত ১১ নভেম্বর ৩ জন সহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যার চেষ্টা মামলা রুজু করা হয়। সেই থেকে আসামীরা পলাতক। গত শুক্রবার উক্ত মামলার প্রধান আসামী জাহাঙ্গীর মাতুব্বরকে দশমিনা থানা পুলিশ ও র‍্যাব —১০ এর যৌথ অভিযানে ঢাকা থেকে গ্রেফতার করে রাতেই দশমিনা থানায় নিয়ে আসা হয়। শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হবে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলমান আছে।”


আরও খবর পড়ুন: