সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলীয় সংসদ সদস্য নির্দলীয়ভাবে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দলীয় হোক আর নির্দলীয় হোক কিংবা সংরক্ষিত নারী আসনের হোক, সংসদ সদস্য পদে থেকেই তিনি প্রার্থী হতে পারবে।
বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।