সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ বাড়ছে গরমের তীব্রতা, হিট স্ট্রোক কিংবা মৃত্যু ঝুঁকি। তবুও রাত পোহালেই নিজ কর্মস্থলে যেতে হচ্ছে প্রতিটি শ্রেনী পেশার মানুষকে। শরীরে ক্লান্তি, গরমের অতিষ্ঠতা, পেটে খিদে নিয়েও কাজকে অবহেলা করতে পারছে না খেটে খাওয়া সাধারণ মানুষজন।
এমন মানুষদের রোদে কিছুটা স্বস্তি দিতে ইয়ুথ পাওয়ার, পটুয়াখালী টিমের উদ্যোগে (৩০ এপ্রিল) মঙ্গলবার পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গায় রিক্সাচালকদের মাঝে ক্যাপ বিতরণ করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ক্যাপ পেয়ে ইয়ুথ পাওয়ার টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই।
ইয়ুথ পাওয়ার এর জাহিদ হোসেন বলেন, “তীব্র গরমে জীবিকার তাগিদে মাথার ঘাম পায়ে ফেলা মানুষদের জন্য এই ক্ষুদ্র প্রয়াসটুকু আমাদের জন্য তখনই স্বস্তির, যখন তাদের হাসিমুখটা আমাদের দৃষ্টিগোচর হয়। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।”