সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ তীব্র তাপদাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বিদ্যমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল সোমবার বন্ধ ঘোষনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কিন্তু যেসকল শিক্ষাপ্রতিষ্ঠানে এসির ব্যবস্থা রয়েছে, সেসকল শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে। এ ছাড়া পরবর্তীতে এ ৫ জেলায় কিংবা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এমন অন্যান্য জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে কিনা- সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে আগামীকাল সোমবার।
ঈদুল ফিতরের ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয়। সেই ছুটি শেষে আজ (রোববার) সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছিল। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে দেশের পাঁচ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধের সিদ্ধান্ত এলো।