• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

তালতলীতে প্রতিবন্ধী ব্যবসায়ীকে মারধরের অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ / ১৮৬ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী বাজারে এক প্রতিবন্ধী ভাসমান ব্যবসায়ীকে চাঁদার দাবিতে মারধরের অভিযোগ উঠেছে তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক ওরফে শহিদ মেম্বারের বিরুদ্ধে। সোমবার (৩০ জুন) দুপুর ১টায় তালতলী মডেল মসজিদের হল রুমে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোঃ আবুল কালাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম জানান, তিনি প্রায় ১৬-১৭ বছর ধরে তালতলী বাজারে ভূমি অফিস সংলগ্ন সড়কের পাশে কাঁচামালের ভাসমান দোকান পরিচালনা করছেন। গত ২৯ জুন সকাল ৯টার দিকে শহিদ মেম্বার তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল হক তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করেন। এ সময় চোখে গুরুতর আঘাত পেয়ে তিনি রক্তাক্ত হন এবং দাড়ি ধরে টেনে মাটিতে ফেলে দেওয়া হয়।

আবুল কালাম বলেন, “আমি একজন প্রতিবন্ধী মানুষ, নিয়মিত খাজনা দিয়ে বাজারে ব্যবসা করি। তবুও প্রভাবশালী হওয়ার কারণে শহিদ মেম্বার এমন পাশবিক আচরণ করেছেন। এখন নিজের জীবনের নিরাপত্তা নিয়েই চিন্তিত।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তালতলী বাজার বহুমুখী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া শামিম হাসান, মংসেলন তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া রিয়াজুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, কৃষক দলের জেলা সহসভাপতি হারুন অর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি জাফর প্রমুখ। তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ ঘটনায় আবুল কালাম তালতলী নৌবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা ও আইনগত সহায়তা কামনা করেন।


আরও খবর পড়ুন: