1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
তালতলীতে প্রতিবন্ধী ব্যবসায়ীকে মারধরের অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে সংবাদ সম্মেলন পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ৩টি শীর্ষ পদে প্রার্থীদের পোস্টার, ব্যানার ও প্লাকার্ডে শোভিত শহর বাউফলে ডা*কাতি, মা*দক, মা*তলামি সহ অ*বৈধ জাল দিয়ে মাছ ধরার দায়ে গ্রে*ফতার-৭ পটুয়াখালীতে ১৩ বছর বয়সী কিশোরীকে ধ*র্ষ*ণ মা*মলার প্রধান আসামী র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ২ জুলাই; শীর্ষ ৩টি পদে এক ডজন প্রার্থী পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কিশোরীর রহস্যজনক মৃ*ত্যু; ঝু*লন্ত ম*রদে*হ উদ্ধার করে পুলিশ পটুয়াখালী অনুষ্ঠিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পটুয়াখালীতে ইসকন’র রথযাত্রা মহোৎসবে হাজার হাজার ভক্তবৃন্দ পটুয়াখালীতে ১১ লক্ষ টাকা মূল্যের ২১৫৪ পিস ই*য়াবা এবং একটি দেশীয় অ*স্ত্র সহ মা*দক ব্যবসায়ী আ*টক  মির্জাগঞ্জে মিথ্যা ধ*র্ষ*ণ চেষ্টার অভিযোগ দিয়ে মামলা করায় বাদী কারাগারে

তালতলীতে প্রতিবন্ধী ব্যবসায়ীকে মারধরের অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী বাজারে এক প্রতিবন্ধী ভাসমান ব্যবসায়ীকে চাঁদার দাবিতে মারধরের অভিযোগ উঠেছে তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক ওরফে শহিদ মেম্বারের বিরুদ্ধে। সোমবার (৩০ জুন) দুপুর ১টায় তালতলী মডেল মসজিদের হল রুমে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোঃ আবুল কালাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম জানান, তিনি প্রায় ১৬-১৭ বছর ধরে তালতলী বাজারে ভূমি অফিস সংলগ্ন সড়কের পাশে কাঁচামালের ভাসমান দোকান পরিচালনা করছেন। গত ২৯ জুন সকাল ৯টার দিকে শহিদ মেম্বার তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল হক তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করেন। এ সময় চোখে গুরুতর আঘাত পেয়ে তিনি রক্তাক্ত হন এবং দাড়ি ধরে টেনে মাটিতে ফেলে দেওয়া হয়।

আবুল কালাম বলেন, “আমি একজন প্রতিবন্ধী মানুষ, নিয়মিত খাজনা দিয়ে বাজারে ব্যবসা করি। তবুও প্রভাবশালী হওয়ার কারণে শহিদ মেম্বার এমন পাশবিক আচরণ করেছেন। এখন নিজের জীবনের নিরাপত্তা নিয়েই চিন্তিত।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তালতলী বাজার বহুমুখী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া শামিম হাসান, মংসেলন তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া রিয়াজুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, কৃষক দলের জেলা সহসভাপতি হারুন অর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি জাফর প্রমুখ। তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ ঘটনায় আবুল কালাম তালতলী নৌবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা ও আইনগত সহায়তা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট