জালাল আহমেদ, পটুয়াখালীঃ এক তরফা তফসিল ঘোষনার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী জেলা কমিটি।
বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৩ টায় বড় মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পিডিএসএ মাঠ চত্বরে গিয়ে শেষ করে।
বিক্ষোভ মিছিল পূর্ব কমিটির সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সেক্রেটারী জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আর.আই.এম অহিদুজ্জামান, সহ-সভাপতি মুহাম্মদ সেলিম মিয়া, মাওলানা আবুল হাসান বোখারী, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাস্টার সিদ্দিকুর রহমান, জেলা যুব আন্দোলনের সভাপতি জাহিদ হোসেন লিটন, শ্রমিক আন্দোলনের সভাপতি জসিম উদ্দিন জাফর প্রমুখ।
বক্তারা সিইসি কর্তৃক এক তরফা তফসিল ঘোষনার তীব্র সমালোনা করেন। তারা সিইসি কর্তৃক ঘোষিত তফসিল প্রত্যাখানের কথা বলেন।