জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ “দ্বন্দ্বে কোন আনন্দ নেই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে জাতীয় আইনগত দিবস-২০২৫।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯ টায় দিবসটি পালন উপলক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কনফারেন্স রুমে সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা লিগ্যাগ এইড কমিটি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান এর সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ নওরীন করিমের উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেশাল জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের চীফ মোঃ ইউসুফ হোসেন হুমায়ুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শরীফ সালাউদ্দিন, পিপি এ্যাড. মজিবুর রহমান টোটন, জিপি আব্দুল্লাহ ইউসুফ পাশা, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান।
এসময় সহকারী বিচারকবৃন্দ, প্যানেল আইনজীবীবৃন্দসহ অন্যান্য আইনজীবীগন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ, লিগ্যাল এইডের কর্মকর্তা, এনজিওর প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।