1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল বাউফল বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপুর্ন মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের প্রতিবাদ মিছিল  পটুয়াখালীতে সেনাবাহিনীর সতর্কতামূলক অভিযান: বেপরোয়া অটোরিকশা চালনায় লাগাম ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল  গৌরনদীতে সকালে আন্দোলন, দুপুরেই স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ বাউফলে বাল্যবিবাহ’র আয়োজনে হঠাৎ বেরসিক ইউএনও, অতপর…. পটুয়াখালীতে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত যুবদল নেতা হ*ত্যার প্রতিবাদে বাউফলে জামায়াত-শিবির এর বিরুদ্ধে বিএনপির বিক্ষো*ভ পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা এ্যাড. উজ্জ্বল বোস গ্রেফতার বাউফলে ই*য়া*বাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আ*টক

জমে উঠেছে ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রচারণা!

জালাল আহমেদ, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী সদর উপজেলাধীন ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান, সংরক্ষিত ৯ জন ও সাধারণ আসনে ২৫ জন প্রার্থীর প্রচারণা জমে উঠেছে। যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে ৯ মার্চ প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ৩৮ জন সংরক্ষিত ও সাধারণ আসনের প্রার্থীরা। উক্ত ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৪ জন প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান রুবেল আহমেদ (ঘোড়া), মোঃ জসিম মোল্লা (টেলিফোন), মোঃ জহিরুল ইসলাম সোহাগ (মোটর সাইকেল) ও সাবেক ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন (আনারস)।

এ ইউনিয়নে সংরক্ষিত ৩ টি আসনে ৯ জন প্রার্থী হলেন- ১ নং সংরক্ষিত আসনে খালেদা- বই, জাকিয়া সুলতানা- বক ও সুবর্না সাহা- মাইক। ২ নং সংরক্ষিত আসনে -জেসমিন- বই, মোসাঃ শিল্পী বেগম- তালগাছ, লালবরু বেগম- বক ও হোশনেয়ারা বেগম- কলম। ৩ নং সংরক্ষিত আসনে- মোসাঃ লাইজু- বই ও সানজিদা সুলতানা- কলম।

৯ টি সাধারণ ওয়ার্ডের ১ নং ওয়ার্ডে মোঃ আমিনুল ইসলাম-মোরগ ও মোঃ দলিল উদ্দিন মৃধা-টিউবওয়েল। ২ নং ওয়ার্ডে মোঃ আনোয়ার হোসেন আকন-টিউবওয়েল ও মোঃ শফিকুল ইসলাম – মোরগ। ৩ নং ওয়ার্ডে আঃ রহমান শিকদার- তালা, ছোহরাব সিকদার- টিউবওয়েল, মোহাম্মদ নেছার উদ্দিন- মোরগ, মোঃ আব্দুল গণি-ঘুড়ি ও মোঃ জলিল হাওলাদাড-ফুটবল। ৪ নং ওয়ার্ডে মোঃ আকতার – তালা, মোঃ আবু জাফর হাওলাদার- মোরগ, মোঃ বাবুল হাওলাদার-ফুটবল ও মোঃ রাসেল খলিফা- টিউবওয়েল। ৫ নং ওয়ার্ডে মোঃ আবুল কালাম সিকদার-ফুটবল, মোঃ সবুজ মিয়া- তালা ও মোঃ সারোয়ার হোসেন- টিউবওয়েল। ৬ নং ওয়ার্ডে মোঃ আবুল কালাম হাওলাদার- তালা ও মোঃ নুরুল ইসলাম- মোরগ। ৭ নং ওয়ার্ডে অলিউর রহমান – ফুটবল ও মোঃ এনায়েত হোসেন- মোরগ। ৮ নং ওয়ার্ডে মোঃ আনিসুর রহমান- মোরগ ও মোঃ শহিদুল ইসলাম ঢালী- তালা। ৯ নং ওয়ার্ডে আঃ রহিম- মোরগ, মোঃ আলম হাওলাদার- তালা ও মোঃ মুজাম্মেল হাওলাদার-ফুটবল।

ভুরিয়া ইউনিয়নে ২৮ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৮,৪৪৫। এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ রুবেল আহমেদ (ঘোড়া) ও সাবেক ইউপি সদস্য মোঃ সারোয়ার হোসেন (আনারস) এ দুই জন প্রার্থীর মধ্যে ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে একাধিক সাধারণ ভোটাররা তাদের মতামত ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট