জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ শাইখুল হাদীস মাও: মো. আ: হক কাওসারীকে সভাপতি ও মাওঃ মো. উবাইদুল্লাহ ফারুককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত এ কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ- সভাপতি মাও: মো. মোতাহার উদ্দিন, সহ- সভাপতি ১০ জন মাও: মুফতী মো. মুজিবুর রহমান, মাও: মাহবুবুর রহমান, মাও: মো. আব্দুস সালাম, হাফেজ মো. আ: ওহাব, মাও: মো. আবু বকর, মুফতী সাইদুর রহমান, মাও: নুরুল হক, মাও: আবু ইউসুফ, হাফেজ মাও: মো. আঃ কাউয়ুম ও মাও: মো. জাকির হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক ৬ জন- মাও: মো. আব্বাস আলী বিশ্বাস, মাও: মো. শাব্বীর আহমাদ, মাও: ফেরদাউসুল হক গাজী, হাফেজ মাও: আনোয়ার হোসেন, হাফেজ মাও: শামীম আহমাদ ও মুফতী মুনিরুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক ৮ জন-হাফেজ মাও: জাকির হোসেন আজমী, মাও: মো. ফেরদাউস, হাফেজ মাও. আঃ কুদ্দুস, মাও: মো. সিদ্দিকুর রহমান, হাফেজ মাও: মুঈনুদ্দীন, মাও: আব্দুল হাই, মাও: আব্দুল জলিল ও হাফেজ মাও: হুমায়ুন কবির। সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও: আব্দুলৃলাহ আল মাসউদ, সহ-সাংগঠনিক মাও: মাহবুবুর রহমান ও মুফতী জাহিদুল্লাহ, অর্থ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান, দপ্তর মুফতী জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাও: তোফাজ্জেল হুসাইন, সহ প্রচার হাফেজ মাও: ইমরান হোসেন, তথ্য ও গবেষনা সম্পাদক হাফেজ মাও: আতাউল্লাহ, শিল্প ও বানিজ্য মাও: আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা মাও: মো. খাদেম হোসেন, যুব সম্পাদক মাও: মুফতী আবু জাফর, ছাত্র বিষয়ক মুফতী আবুল বাশার কাসেমী, প্রশিক্ষন সম্পাদক মাও: মুফতী আঃ হান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক হা: মাও. আঃ আউয়াল, আইন ও ফতোয়া সম্পাদক মুফতী ওমর ফারুক, সাহিত্য সম্পাদক মাও: মোস্তাফিজুর রহমান, দাওয়া ও এশাআত সম্পাদক হাফেজ মাও: মাহবুবুর রহমান, শ্রম সম্পাদক মাও: শাহ আলম, স্বেচ্ছাসেবক সম্পাদক মাও: মাকসুদুল্লাহ, পরিকল্পনা সম্পাদক হাফেজ আমানাতুল্লাহ, কৃষি সম্পাদক মো. হানিফ তালুকদার। সদস্য ২২ জন- মাও: জাকির হোসেন, হাফেজ মাও: আঃ কুদ্দুস, মাও: শহিদুলৃলাহ, মাও: আবু হুজাইফা, মুফতী রাকিবুল ইসলাম, মাও: মুহিব্বুল্লাহ, মাও: জাকারিয়া, মাও: আবু বকর, মাও: ফোরকান, মুহাম্মদ জহিরুল ইসলাম, হাফেজ মাও: মুফতী হাবীবুর রহমান, মাও: ত্বরীকুল ইসলাম, মুফতী কাওসার আহমাদ গাজী, হাফেজ মাও: জাকারিয়া, মাও: মানসুরুল হক, মাও: আবুল হাসান, মাও: শফিকুল্লাহ, হাফেজ মাওলানা কাওসার আহমাদ, হাফেজ ইব্রাহীম, মাও: শহিদুল ইসলাম, হাফেজ মাও: সাইফুল ইসলাম ও ক্বারী খলিলুর রহমান।
এ কমিটির ৩ জন উপদেষ্ঠা হলেন আলহাজ্ব মাও: মো. আবু সাঈদ, আলহাজ্ব মাও: শাহ মো. ফজলুল হক ও মাও: মো. সাইফুল ইসলাম।