1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে পানিতাল কাটতে গিয়ে গাছ থেকে পরে যুবকের মৃ*ত্যু বাউফলে নিষিদ্ধ ছাত্রলীগ, কিশোর গ্যাং ও আওয়ামী পরিবারের সন্তানদের পদপদবী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ডিগ্রি সমমানের দাবিতে নার্সিং দিবস বয়কট, শাটডাউনের হুশিয়ারী পটুয়াখালীর বাজারে ইলিশ মাছের দেখা নাই, চাষ মাছের দাম ঊর্ধ্বমুখী পটুয়াখালীতে ৪ লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং পটুয়াখালী শাখার ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীতে অ*গ্নিকা*ন্ডে কসমেটিক্সের একটি দোকান ভ*স্মি*ভূত  বাউফলে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে চলা মানববন্ধন পন্ড রহস্যময় ঐতিহ্যবাহী শাহ সূফী হযরত ইয়ারউদ্দীন খলিফা (রঃ) মাজার ও জীবনী পটুয়াখালীতে কৃষি কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবীতে কৃষক-কৃষানীদের মানববন্ধন

জমিয়তে উলামায়ে ইসলাম পটুয়াখালী জেলা ও উপজেলা শাখার প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা ও উপজেলা শাখার প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় হেতালিয়া বাঁধঘাটস্থ জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদরাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাইখুল হাদীস মাওঃ মো. আব্দুল হক কাওছারী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও মাদরাসার সহকারী পরিচালক মাওঃ মো. উবাইদুল্লাহ ফারুকের পরিচালনায় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা আব্দুর রব ইউসুফী। প্রধান বক্তা ছিলেন ইউকে জমিয়ত লন্ডন শাখার সভাপতি ড. মাওঃ শোয়াইব আহমাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সহ-সভাপতি শাইখুল হাদীস মুফতী শেখ মুজিবুর রহমান, বিশেষ বক্তা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হযরত মাওঃ মতিউর রহমান গাজীপুরী, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ পটুয়াখালী শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ মো. মোতাহার উদ্দীন, সহ-সভাপতি মাওঃ মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি ও টেংরাখালী কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আবু বকর সিদ্দিক, মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ নূরুল হক, দশমিনা শাখার সভাপতি মাওঃ মো. শামীম আহমাদ, গলাচিপা শাখার সভাপতি মাও: আব্দুল কাউয়ুম, সহ-সভাপতু মাওঃ মো. হুমায়ুন কবীর, মহিপুর শাখার সভাপতি মাও: মো. ফোরকান, বাউফল শাখার সাধারণ সম্পাদক মাওঃ মো. জাকারিয়া, দশমিনা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মো. জহিরুল ইসলাম, জেলা ছাত্র জমিয়ত সভাপতি মুফতী আবুল বাশার কাসেমী, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ মুহিব্বুল্লাহ, সদর উপজেলা কমিয়তের সভাপতি মাওঃ মো. শাব্বীর আহমাদ।

প্রতিনিধি সমাবেশে বক্তারা পতিত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, এখন সময় এসেছে ইসলামী বিধান বাস্তবায়নে ইসলামী সমমনা দলগুলোর ঐক্য। জমিয়তে উলামায়ে ইসলাম অতি পুরাতন একটি ইসলামী রাজনৈতিক দল। এ দলের অনেক ভূমিকা রয়েছে। এ দলের জমিয়তে উলামায়ে কেরামগন কোন অমুসলিম বাতিক দলের কাছে আপোস করেনি। এ দলের কর্মীরা সাহসী। এ দলের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে জানাতে হবে এবং অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত জমিয়ত উলামায়ে ইসলামীর সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট