1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ বাস্তবায়নে পটুয়াখালীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে বেসরকারী কলেজ সমূহের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত   বাউফলে তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ সেই ইমরান’র মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রলিং ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে মানববন্ধন “কুরআনের আলো সংসদে বাস্তবায়ন করতে চাই” -জামায়াত নেতা মুজিবুর রহমান গৌরনদীতে অ*গ্নি*কাণ্ডে মুদি দোকান পু*রে ছাই; নিঃস্ব পরিবার ‘আমাদের জাতীয় জীবনে, সমাজ ও রাষ্ট্র গঠনে জুলাইয়ের অবদান অপরিসীম’- বাউফল ইউএনও নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি পটুয়াখালীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ পবিত্র কোরআন শরীফ নাজিলের ১৪৪৮ বছর পূর্ণ

চিরনিদ্রায় শায়িত হলেন সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া

ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নিজ জেলা শহরে দ্বিতীয় দফা জানাজায় মানুষের ঢল নামে।

রোববার (২২ অক্টোবর) সকাল এগারোটায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে চারলেন সড়কে জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদেরের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় বরিশাল বিভাগীয় কমিশনার মো: শওকত আলী, রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেনসহ, বিভিন্ন জেলা আওয়ামি লীগের নেতা ও অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরের জনসাধারণের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে পটুয়াখালী পৌর করবস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় এই বরেণ্য রাজনীতিবিদকে। এর আগে তার দীর্ঘদিনের কর্মস্থল জেলা আইনজীবী সমিতিতে নেওয়া হয় মরদেহ।

গত শনিবার সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ঐদিন বিকেলে জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে শাহজাহান মিয়ার মরদেহ নিয়ে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে পটুয়াখালী নিয়ে আসা হয়।

শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। শাহজাহান মিয়া ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালে সুষ্ঠু হজ্ব ব্যবস্থাপনায় এশিয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। তিনি পেশায় একজন আইনজীবী। ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান ও জেলা আইনজীবি সমিতির সভাপতি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট