ষ্টাফ রিপোর্টারঃ ২৭ অক্টোবর (শুক্রবার) গলাচিপা উপজেলার সর্বাধিক জনপ্রিয় স্বেচ্ছাসেবী “সংগঠন গলাচিপা মানব কল্যাণ সংস্থা- Gmks” নগদ আর্থিক অনুদান দিলেন ঢাকা পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন জনাব মোঃ আঃ লতিফ হাওলাদারকে।
গলাচিপা উপজেলাধীন ৯ নং কলাগাছিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হতদরিদ্র মোঃ আঃ লতিফ হাং, তিনি কিছু দিন আগে গাড়ি এক্সিডেন্ট করে ঢাকা পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি চিকিৎসার ব্যয়ভার বহনে সম্পূর্ণ ব্যর্থ ও নিরুপায় হয়ে Gmks এর কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেন।
তাই গলাচিপা মানব কল্যাণ সংস্থার প্রশাসন বিভাগের সিদ্ধান্তক্রমে, Gmks এর দরিদ্র তহবিল হতে আঃ লতিফ হাং এর চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। তাই শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া চৌরাস্তা বাজারে আঃ লতিফ হাং এর পক্ষে শিহাব ইসলাম হান্নান এর হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র স্বেচ্ছাসেবী সংস্থা সদস্য মোঃ আল আমিন, আবু সাইদ, হৃদয় ইসলাম এবং মাসুদ রানা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।