জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দিনভর বৃষ্টি ও দমকা হাওয়ায় আমনের ক্ষতির আশংঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার সকালে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপে প্রবল ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে উপকূলীয় জেলায় সকাল থেকেই দিনভর হালকা ও মাঝারি বৃষ্টির সাথে দমকা হাওয়ায় চলতি মৌসুমের আমন রোপা ধানের এ ক্ষতির আশংঙ্কা।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মো. নজরুল ইসলাম জানান, চলতি মৌসুমে পটুয়াখালী জেলায় আমন আবাদ হয়েছে এক লক্ষ ২০ হাজার ১১৯ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ১ লক্ষ ১৪ হাজার ২৬৩ হেক্টর, স্থানীয় জাতের ৭৫ হাজার ৭৩০ হেক্টর ও হাইব্রিড জাতের ১২৬ হক্টর। ঘূর্নিঝড় মিধিলি’র প্রভাবে বৃষ্টি ও দমকা আবহাওয়ায় বিভিন্ন স্থানে স্থানীয় জাতের রোপা আমনের ১৫% ক্ষতির আশংঙ্কা রয়েছে।