1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাইয়ের অন্যতম মাস্টারমাইন্ড; বিফলে যাবে সকল ষড়যন্ত্র’- বাউফল বিএনপি বাউফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনও’র মানবিক সহায়তা খাবার বিতরণ পটুয়াখালীতে বিএনপি’র উদ্যোগে বিনামূল্যে ১২’শ কুরআন শরীফ বিতরণ  পটুয়াখালীতে গণঅভ্যুত্থানে জেলার গেজেটভুক্ত ২৪ জন শহীদের স্মৃতি সংরক্ষণে ২৪টি বৃক্ষ রোপণ  পটুয়াখালীতে র‍্যালীসহ বিভিন্ন আয়োজনে বাজুস’র ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তারেক রহমানের বিরুদ্ধে কুরু*চিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের উদ্যোগে বিক্ষো*ভ মিছিল  তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল বাউফল বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপুর্ন মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের প্রতিবাদ মিছিল  পটুয়াখালীতে সেনাবাহিনীর সতর্কতামূলক অভিযান: বেপরোয়া অটোরিকশা চালনায় লাগাম ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল 

গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে আদালতে মামলা

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

বিএম বেলাল, গৌরনদী, বরিশালঃ ২০২১ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র ও নিজেকে মেয়র ঘোষণার দাবি করে বরিশাল প্রথম যুগ্ন জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী পৌর নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান বাদি হয়ে সোমবার (২ জুন) দুপুরে এ মামলা দায়ের করেন ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান বলেন, আদালতের বিচারক মো. ইউনুস খান মামলাটি পরবর্তীতে শুনানির জন্য রেখে দিয়েছেন।

মামলার আর্জিতে উল্লেখ করা হয়, তৎকালীন সময়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নানের ব্যাপক জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হারিছুর রহমান তার ক্যাডার বাহিনী দিয়ে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করে বিভিন্ন অনিয়ম ও কারচুপির মাধ্যমে বিএনপি প্রার্থীর বিজয় ছিনিয়ে নিয়েছে। বিতর্কিত ওই নির্বাচনের পর ২০২৪ সালের ২৬ জুন অনুষ্ঠিত গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে স্বচ্ছ ভোটাধিকারের মাধ্যমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এইচএম জয়নাল আবেদীনকে পরাজিত করে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন। কিন্তু ৫ আগস্টের পর সারাদেশের ন্যায় আলাউদ্দিন ভূঁইয়াকেও অপসারন করা হয়।

মামলার বাদী ও বর্তমান গৌরনদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় দানব খ্যাত হারিছুর রহমানের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে এতদিন মামলা দায়ের করতে পারিনি। আশা করছি, আমার দায়েরকৃত মামলায় আদালতের রায়ে আমি ন্যায় বিচার পাবো।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের গৌরনদী পৌরসভার নির্বাচনের দিন ভোট কেন্দ্রে পেশী শক্তি প্রয়োগের মাধ্যেমে বিভিন্ন অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলনে তৎকালীন বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান ভোট বর্জন ঘোষণা দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট