1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

গৌরনদী পৌরসভার নতুন মেয়র আলাউদ্দিন

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ ৯টি পৌর ওয়ার্ড নিয়ে গঠিত বরিশালের গৌরনদী পৌরসভা। গৌরনদী পৌরসভার মেয়র পদে আজ (২৬জুন) উপ-নির্বাচনে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেরর পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন মোবাইল ফোন প্রতীক, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভূইয়া নারিকেল গাছ প্রতীক, শিকদার শফিকুর রহমান রেজাউল চামচ প্রতীক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মফিজুর রহমান মিলন জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে, জগ প্রতীকের মেয়র প্রার্থী মফিজুর রহমান ৫দিন পূর্বে সমর্থন দিয়েছেন মোবাইল ফোন প্রতীকের জয়নাল আবেদীনকে।

সহকারী রিটানিং অফিসার ও গৌরনদী নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ১৪টি ভোট কেন্দ্রে আজ ২৬ জুন ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ২৪৩টি। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৮৫৮ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ৩৮৫ জন। নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন সুষ্ঠ ও শান্তিপূর্ণ এবং অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে ১৬ জন ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করেছেন ১৪টি ভোট কেন্দ্রে। পুলিশ ৫৬০ জন, আনসার ১২৬ জন, বিজিবির ৪টি ও র‌্যাবের ৩টি টহল টিম, পুলিশের ৩টি স্ট্রাইকিং টিম ও ৩টি মোবাইল টিম দায়িত্ব পালন করেছেন। সবগুলো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিধায় কেন্দ্র গুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান বিকেল ৪টায় ভোট গ্রহন শেষে চুরান্ত ফলাফলে মো.আলাউদ্দিন ভুইয়া ১০হাজার ৫শত ৪৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ি হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন মোবাইল ফোন প্রতীক পেয়েছেন ৪ হাজার ৭শত ৮৬ ভোট, শিকদার শফিকুর রহমান রেজাউল চামচ প্রতীক পেয়েছেন ৪শত ৬৬ ভোট এবং জগ প্রতীকের মফিজুর মিলন পেয়েছেন ২শত ২৪ ভোট।

উল্লেখ্য, পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে মেয়র পদটি শুন্য ঘেষনা করা হয়েছিলো। মেয়রের শুন্য পদে আজ ২৬ জুন উপ-নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট