বিএম বেলাল, গৌরনদী, বরিশাল: প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম এর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষে গতকাল রোববার সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পিআইবি সূত্রে জানা গেছে, ওই দুই উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) কর্তৃপক্ষ তিন দিনের ওই প্রশিক্ষণ কর্মশালা শেষে আলোচনা সভা ও সনদ বিতরনে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সনদ বিতরন সভায় প্রধাণ অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)র মহা পরিচালক মো. ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি ছিলেন ভোরের কাগজের সাবেক চীফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন,
এসময় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. মাহাবুবুল ইসলাম ও সাবেক সভাপতি মো. হারুন রানা প্রমূখ।
গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে পিআইবিতে কর্মরত দক্ষ প্রশিক্ষক দুই উপজেলার সর্বমোট ৩৫ জনসাংবাদিক প্রশিক্ষণ নিয়েছেন। রবিবার বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয়।