গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে বেড়াতে এসে কলেজের মাঠ থেকে মাটি কেটে নির্মাণাধীন ভবনের মেঝেতে মাটি ভরাটে ডোবার পানিতে পড়ে মোহাম্মদ আরহাম হাওলাদার (৪) নামের এক শিশু মারা গেছে।
শনিবার দুপুর ১টার দিকে গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকার হোমিওপ্যাথিক কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আরহাম পার্শ্ববর্তী উজিরপুর উপজেলা সদরে টেম্পুস্ট্যান্ড এলাকার সজীব হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার পৌরসভার উত্তর বিজয়পুর এলাকার নানা সৌরভ ডাক্তারের বাড়িতে নাতি আরহাম হাওলাদার বেড়াতে আসে। শনিবার দুপুর ১টার দিকে পরিবারের সবার চোখের আড়ালে খেলতে গিয়ে হোমিওপ্যাথিক কলেজ ক্যাম্পাসের ডোবার পানিতে পড়ে। অনেক খোঁজাখুজির পর স্বজনরা দুপুর ১টার দিকে ডোবার পানি থেকে মোহাম্মদ আরহামের মরদেহ উদ্ধার করেন।
ভবন নির্মাণের ঠিকাদার ওই কলেজের মাঠ থেকে মাটি কেটে নির্মাণাধীন ভবনের মেঝেতে মাটি ফেলেছে। ঠিকাদারের অবহেলা ও উদাসীনতার কারণে মাঠে ছোট ডোবার সৃষ্টি হয়েছে ও বৃষ্টির পানিতে ডোবা ভরে আছে বলে এলাবাসী জানান।