বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ গৌরনদী পৌরসভার আসোকাঠি ও গৌরনদী বাসস্ট্যান্ডের সাবেক ব্যবসায়ী মো. শাহ্জাহান ভূইয়া (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।
তিনি স্ত্রী ৪ ছেলে-সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
সোমবার বাদ আছর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন গৌরনদী বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, গৌরনদী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাখাওয়াত হোসেন সুজন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ নকিবুল হক, সাবেক সভাপতি বি এম বেলাল ও আরও অনেকে।