বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ ২০০৬ সালে ঢাকায় জামায়াত শিবিরের জমায়েতে নির্বিচারে গুলি ও লাঠিচার্জে নিহতের (গণহত্যার) বিচার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলে যাওয়ার পথে বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল চালক মাওলানা বেলাল হোসাইন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। এঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। নিহত বেলাল গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। সে (বেলাল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার নলচিড়া ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক ও রুকন ছিলেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নলচিড়া-পিঙ্গলাকাঠী সড়কে দূর্ঘটনায় গুরুত্বর আহত হয় বেলাল। একই দিন সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।