বিএম বেলাল, গৌরনদী, বরিশালঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি সম্মেলন ও গৌরনদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর সুস্থ্যতা কামনা করে দোয়া মোনাজাত শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা ফখরুদ্দিন রাজী। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, নায়েবে আমীর মাওলানা আ: মান্নান, বরিশাল -১ আসনের নমিনি হাফেজ আলহাজ্ব কামরুল ইসলাম খান, গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল-আমীন, পৌর আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান-সহ অতিথিবৃন্দ।