বিএম বেলাল, গৌরনদী, বরিশাল: সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ত্রয়োদশ নির্বাচন, বরিশাল ১-আসন (গৌরনদী- আগৈলঝাড়া) জামায়াত মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ছোহরাব হোসেন এর নেতৃত্বে আসোকাঠী বাস স্ট্যান্ড ও পার্শবর্তি এলাকায় এবং বাজারে রোববার দিনভর গণসংযোগে অংশ নেন জামায়াত মনোনীত গৌরনদী- আগৈলঝাড়ার প্রার্থী আলহাজ¦ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বায়েজিদ শরীফ, সহকারী সেক্রেটারি মো. রুহুল আমীন সবুজ, আইবিডব্লিু উপজেলা সভাপতি মীর নাসির উদ্দিন, ওয়ার্ড সেক্রেটারী মো. আমীরুল ইসলাম শরীফ, ৮নং ওয়ার্ড সেক্রেটারী আবদুল ওয়াহিদ মাসুম, সদস্য মো. শাহ্আলম সহ জামায়াতের স্থানীয় নেতা কর্মীবৃন্দ। এ সময় প্রার্থী ভোটারদের সাথে কুশল বিনিময় ও আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
তিনি সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।