• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

গৌরনদীতে গণহত্যার বিচারের দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ / ১০৫ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের সমাবেশে নির্বিচারে গুলি ও লাঠি চার্জের মাধ্যমে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলার উদ্যোগে সোমবার বিকেল সাড়ে ৩টায় বরিশালের সরকারি গৌরনদী কলেজ কেন্দ্রীয় ঈদগাঁহ্ ময়দানে আলোচনা সভা, ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও গণহত্যায় শহীদদের জন্য দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা আমীর মাওলানা মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম ও গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন।

সেক্রেটারী মো. বায়েজিদ শরীফ জানান, “সোমবার দুপুর থেকে গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ ও ছাত্র শিবিরের সদস্যরা জড়ো হতে শুরু করেন। বিকেল ৩টার মধ্যেই কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানের আনাচে-কানাচে ও গৌরনদীর আশপাশ পরিপূর্ন হয়ে যায়।”

এ সময় ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের সমাবেশে নির্বিচারে গুলি ও লাঠি চার্জের মাধ্যমে গণহত্যার প্রকৃত দোষীদের ও নির্দেশ দাতাদের অনতিবিলম্বে বিচারের দাবীতে স্লেগানে স্লোগানে ভূকম্পিত হয়ে যায়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মোঃ রুহুল আমিন (সবুজ)।


আরও খবর পড়ুন: