বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের সমাবেশে নির্বিচারে গুলি ও লাঠি চার্জের মাধ্যমে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলার উদ্যোগে সোমবার বিকেল সাড়ে ৩টায় বরিশালের সরকারি গৌরনদী কলেজ কেন্দ্রীয় ঈদগাঁহ্ ময়দানে আলোচনা সভা, ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও গণহত্যায় শহীদদের জন্য দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা আমীর মাওলানা মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম ও গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন।
সেক্রেটারী মো. বায়েজিদ শরীফ জানান, “সোমবার দুপুর থেকে গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ ও ছাত্র শিবিরের সদস্যরা জড়ো হতে শুরু করেন। বিকেল ৩টার মধ্যেই কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানের আনাচে-কানাচে ও গৌরনদীর আশপাশ পরিপূর্ন হয়ে যায়।”
এ সময় ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের সমাবেশে নির্বিচারে গুলি ও লাঠি চার্জের মাধ্যমে গণহত্যার প্রকৃত দোষীদের ও নির্দেশ দাতাদের অনতিবিলম্বে বিচারের দাবীতে স্লেগানে স্লোগানে ভূকম্পিত হয়ে যায়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মোঃ রুহুল আমিন (সবুজ)।