গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের বিদায়ী নির্বাহী অফিসার আবদুল্লাহ খান ও নব-নিযুক্ত নির্বাহী কর্মকর্তা হলেন রিফাত আরা মৌরি। বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ খান বলেন, মাত্র ২০ মাসের কর্মক্ষেত্রে গৌরনদীর মানুষের ভালোবাসা ও সহযোগিতা ছিলো স্মৃতিময়। আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে এই গৌরনদীর জনপদের মানুষের ভালোবাসা।
রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভুমি মো.রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। এসময় গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান ও নবনিযুক্ত নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বিদায়ি ও বরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বিদায়ী নির্বাহী অফিসারের কর্মকান্ডের নানা দিক তুলে ধরেন বক্তারা। শেষে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ খানকে এবং নব-নিযুক্ত নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ।