মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নে মৎস্যজীবী জেলেদের মাঝে সরকারের বরাদ্দকৃত মৎস্য চাল বিতরণ করা হয়।
জানা যায়, গলাচিপা সদর ইউনিয়নের ২৬১৫ জন জেলের মাঝ থেকে তালিকা করে ১৩০৮ জন জেলেদেরকে ৩০ কেজি ও ৫৬ কেজি করে ২ কিস্তিতে ৮৬ কেজি হারে ১১৪ টন চাল বরাদ্দ দেয় সরকার।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী ও সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু এর উপস্থিতিতে সুন্দর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে দিনব্যাপী চাল বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ চুন্নু মিয়া, বিএনপি নেতা কামাল হোসেন, জাকির হোসেন ও জামায়েত নেতৃবৃন্দসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা মেম্বারগণ।