মোঃ নাসির উদ্দিন, গলাচিপা, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নের হতদরিদ্র জেলেদের মাঝে মৎস্য চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ আগষ্ট) ২নং গোলখালী ইউনিয়ন পরিষদ চত্বরে বেলা ১১ টায় ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী ও ট্যাগ অফিসার পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ মাঈনুদ্দিন এর উপস্থিতিতে ইউনিয়নের ৯২৭ জন বিভিন্ন শ্রেনী পেশার জেলেদের মাঝে বরাদ্দকৃত ৫৬ কেজির চালের বস্তা বিতরণ করা হয়।
অফিস সূত্রে জানা যায়, গোলখালী ইউনিয়নে মোট জেলের সংখ্যা ১৬’শত ১৫ জন। এদের মধ্যে থেকে বাছাই করে ৯’শত ২৭ জন জেলের জন্য মোট ৫১. ৯১২ কেজি চাল বরাদ্দ দেয় সরকার।
এসময়ে উপস্থিত থাকেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত নারী সদস্য গন ও ইউপি সচিব মোঃ রমিজউদ্দিন। এছাড়াও আরো উপস্থিত থাকেন উপজেলা মৎস্যজীবী দলের আহব্বায়ক মোঃ চুন্নু ও যুগ্ম-আহব্বায়ক উজ্জল খান।