মু. জিল্লুর রহমান, জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্লাসের অধ্যয়নে ফিরতে শিক্ষার্থীসহ অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার শেষ বিকেলে উপজেলার চরকাজলের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চর কপালবেড়া ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চর কপালবেড়া এলাকার গৌরোহালিয়া খালের উত্তর প্রান্তে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খালের উত্তর প্রান্তে বসবাসরত মানুষের সাথে দক্ষিণ প্রান্তের মানুষের দীর্ঘ দিনের বিরোধ চলে আসায় কিছুদিন পূর্বে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিরোধের কারণে দুই পারের মানুষের যাতায়াতের সেতুবন্ধন একমাত্র খেয়া নৌকাটি দক্ষিণ পারের লোকজন তুলে রাখে। এর কারণে উত্তর চর কপালবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পার্শ্ববর্তী মাদ্রাসা শিক্ষার্থী ও মসজিদে নামাজ আদায় করতে আসতে পারছেননা মুসুল্লিরা।
তাই অতি দ্রুত কোমলমতি শিক্ষার্থীসহ অবিভাবকরা নৌকা আগের যায়গায় প্রতিস্থাপনের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রোহান, লামিয়া, মুনিয়া, মো. সামসুদ্দিন, সিয়াম ও অবিভাবক মেহেরাব রিয়াজ, ও সোহাগ হাওলাদার।