1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

গলাচিপায় বিএনপি’র বিশাল জনসভা জনসমুদ্রে পরিনত

মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা হাইস্কুল খেলার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন এর উপস্থিতিতে দীর্ঘ ১৭ বছর পরে উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভাস্থলে বেলা গড়ার সাথে সাথে হাজার হাজার বিএনপি নেতৃবৃন্দের পদভারে ব্যানার ফ্যাষ্টুন নিয়ে জনসমুদ্রে পরিনত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা যুবদল এর আহবায়ক মো. শাহিন খন্দকার, উপজেলা ছাত্রদল এর আহবায়ক মো. দূর্জয় রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি হাসান মামুন বলেন, দীর্ঘ সতের বছর ফ্যাসিষ্ট সরকারের স্বৈরচারী থেকে ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনে শত শত ছাত্র-জনতার তাজা জীবন ও রক্তের বিনিময়ে একটি স্বাধীনতা ফিরে পেয়েছে। তাই এই স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী বিএনপি নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের ধৈর্য্যের সাথে সু-শৃঙ্খলভাবে জনসাধারণের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে মনোনয়ন দিবেন,পটুয়াখালী দশমিনা- গলাচিপার বিএনপি সমর্থকগণ সার্বিকভাবে সহযোগীতা করবে। এছড়া যদি জনসাধারণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দেন পটুয়াখালী-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করে জাতীয় সংসদে আপনাদের পাশে থেকে গলাচিপা – দশমিনা উপজেলাকে একটি পূর্নাঙ্গ আধুনিক উপজেলা উপহার দিতে সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা কামনা করেন।

জনসভায় জেলা- উপজেলা বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট