মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষা কেমন হবে এবং পাবলিক পরীক্ষার ভীতি দুর করতে এক সাথে ১৪টি কেন্দ্রে সাড়ে ৩ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের প্রস্তুতিমুলক পরীক্ষা নেয়া হয়েছে। উপজেলার প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন। ব্যতিক্রম এমন আয়োজনে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।
পরীক্ষা ভীতি কাটাতে শহরের শিক্ষার্থীরা নিয়মিত মডেল টেস্ট দেন। কিন্তু মফস্বল ও গ্রামের শিক্ষার্থীদের তেমন কোন পরীক্ষা সাধারনত নেয়া হয় না। গতবারের ন্যায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এস.এস.সি ও দাখিল পরীক্ষা কেমন হবে, পরীক্ষা হলের পরিবেশ কেমন থাকবে, সে সম্পর্কে ধারণা দিতে উপজেলা ব্যাপী প্রস্তুতিমুলক পরীক্ষার আয়োজন করা হয় । উপজেলার সরকারি ও বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজনে তাদের পাবলিক পরীক্ষার ভীতি অনেক কমিয়ে দিয়েছে বলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী অভিব্যক্ত করে উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মহিউদ্দিন আল হেলাল জানান, “এই পরীক্ষায় যারা ভালো করবে, তারা পুরস্কার পাবে আর যারা খারাপ করবে, তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হবে।”