মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন পটুয়াখালীর দুমকী উপজেলার সাংবাদিকরা ।
রবিবার (৪ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার নতুন বাজারে বাউফল-দুমকী মহাসড়কে দুমকী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এই মানববন্ধন করেন। এতে উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ অংশ নেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সদস্য ইঞ্জিনিয়ার কামাল হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন পরিচালনা করেন যুগান্তর উপকূল প্রতিনিধি মো: সহিদুল ইসলাম সহিদ সরদার। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকী উপজেলা শাখার সভাপতি আমির হোসেন, যুগান্তর প্রতিনিধি (দক্ষিণ) মো: সাইফুল ইসলাম, ইনকিলাব সংবাদদাতা মো: সাইদুর রহমান খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ' আমাদের চারজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, ২২২ জন আহত করা হয়েছে, ৫০ জন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ সাংবাদিক হত্যা এবং নির্যাতনে দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, ‘ মূলত পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিক নিরপেক্ষ থাকেন। ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী একজন প্রতিভাবান সাংবাদিক ছিলো। কেন তাকে হত্যা করা হলো? তিনি তো কোনো পক্ষের ছিলেন না।’ ‘সন্তানহারা মায়ের কান্নায় আল্লাহর আরশ কাঁপছে। সবশেষে, প্রকৃত সাংবাদিকদের তালিকা করে 'সাংবাদিক সুরক্ষা আইন' প্রণয়নের জোর দাবি জানান বক্তারা।