1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

কাল পটুয়াখালী পৌরসভা নির্বাচন; মেয়র পদে একই পরিবারের ৩ জনসহ ৬ জন মেয়র প্রার্থীর লড়াই

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ আগামীকাল ৯ মার্চ শনিবারপটুয়াখালী পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে ৬ জন মেয়র, ৩ টি সংরক্ষিত আসনে ১৫ জন ও ৯ টি সাধারণ আসনে কাউন্সিলর পদে ৪১ জন মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ নির্বাচনে মেয়র পদে একই পরিবারের ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ প্রতিদ্বন্দ্বী ৩ জন মেয়র প্রার্থী হলেন বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ (জগ), তার সহধর্মিনী মার্জিয়া আক্তার সুমি (চামচ) ও বড় ভাই আবুল কালাম আজাদ (রেলইঞ্জিন)। অপর প্রতিদ্বন্দ্বী ৩ মেয়র প্রার্থী হলেন সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মো. শফিকুল ইসলাম (মোবাইল), পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এনায়েত হোসেন (নারিকেল গাছ) ও মো.নাসির উদ্দিন খান (কম্পিউটার)।

উক্ত নির্বাচনে সংরক্ষিত ৩টি আসনে ১৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ১, ২ ও ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ৬ প্রার্থী মোসাঃ তানিয়া বেগম (আনারস), নাহিদা আক্তার পারুল (বলপেন), মিতু সিকদার (জবাফুল), লাইলি বেগম (অটো রিক্সা), মনি আক্তার (টেলিফোন) ও সীমা সরকার শোভা (চশমা)। ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনে ৫ জন হলেন জাহানারা বিনতে সিকান্দার (আনারস), লাইজু (জবাফুল), সংগীতা বিশ্বাস (চশমা), শিরিন আক্তার (অটো রিক্সা) ও ঝর্না সিকদার (টেলিফোন)। ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত কাউন্সিলর আসনে ৪ জন প্রার্থী হলেন- মায়মুনা আক্তার (জবাফুল), সৈয়দা আকলিমুননেছা রুবী (অটোরিক্সা), নাজিরা ইসলাম (চশমা) ও তানিয়া আহমেদ (আনারস)।

সাধারন ৯ টি আসনে ৪১ জন প্রতিদ্বন্দীদের মধ্যে ১ নং সাধারন আসনের কাউন্সিলর পদে -৪ জন মোহাম্মদ হানিফ হাওলাদার (ডালিম), সৈয়দ মহিউদ্দিন সোহাগ (পাঞ্জাবী), মো. লোকমান হোসেন (উটপাখি) ও মো. নিজামুল হক (পানির বোতল)। ২ নং সাধারণ আসনে ৩ জন মো. চানু খান (পানির বোতল), মো. ফারুক মৃধা (পাঞ্জাবী) ও মো. জাকির হোসেন (উটপাখি)। ৩ নং সাধারণ আসনে-৬ জন হলেন মো. জাহিদ হোসেন (টেবিলল্যাম্প), মো. ফারুক হোসেন রানাব(পানির বোতল), মো. আনোয়ারুল ইসলাম (পাঞ্জাবী), শফিকুল খান (উটপাখি), কানাই লাল সাহা (ডালিম) ও মো. লিংকন হোসেন মাহারাজ (ব্রিজ)। ৪ নং সাধারণ আসনে ৪ জন মো.শফিকুল ইসলাম স্বপন (উটপাখি), মো. সাইদুর রহমান (পাঞ্জাবী), মো. মনিবুর রহমান (টেবিল ল্যাম্প) ও মো. খলিলুর রহমান (ব্রিজ)। ৫ নং সাধারণ আসনে ৪ জন মো. আলাউদ্দিন আলাল (ব্রিজ), মো. কামরুজ্জামান হেলাল (ডালিম), মো. কবির সিকদার (উটপাখি) ও মো. তারিকুল ইসলাম (পাঞ্জাবী), ৬ নং সাধারণ আসনে- ৫ জন মো. রাসেল বিশ্বাস (টেবিলল্যাম্প), মো. কামাল হোসেন (উটপাখি), মো. মিজানুর রহমান হান্নান (পাঞ্জাবী), মো. শরিফুল আলম বাবু (ডালিম) ও মো. রেজাউল হাসান (ব্রিজ)। ৭নং সাধারণ আসনে ৭ জন হলেন তুহিন খন্দকার (উটপাখি), মো. অলি আহমেদ (গাজর), অনিক খন্দকার (পাঞ্জাবী), মো.রেজাউল করিম (ডালিম), মো. নিজামুল হক (টেবিলল্যাম্প), মো. তৌহিদুল ইসলাম (ব্রিজ) ও মো. লুৎফর রহমান শাহরিয়ার (পানির বোতল)। ৮ নং সাধারণ আসনের -৪ জন হলেন মো. দেলোয়ার হোসেন আকন (উটপাখি), মো. শাহীন মৃধা (পানির বোতল), মো. মিজানুর রহমান (ডালিম) ও মো. রাকিব আকন (পাঞ্জাবী) এবং ৯ নং সাধারণ আসনের -৪ জন হলেন এস এম মতিন মাহমুদ (পানির বোতল), মো. বেল্লাল হোসেন মৃধা (উটপাখি), মো. সোহাগ উদ্দিন মৃধা (ব্রিজ) ও মোহাম্মদ ফোরকান মাহমুদ (ডালিম)।

আগামীকাল ৯ মার্চ ইভিএম পদ্ধতিতে ২৪টি কেন্দ্রের ১৪৭ টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৫০ হাজার ৬৯৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২৩৯৪৭ এবং মহিলা ভোটার ২৬৭৫০ জন ভোটার রয়েছে বলে জানিয়েছেন রিটানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। ভোট গ্রহন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ৪ টি র‍্যাবের স্ট্রাইকিং টিম ও পর্যাপ্ত পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট