• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

কলাপাড়ায় ডাঃ জে এইচ খান লেলিনকে অপসারণের দাবিতে মানববন্ধন

মোঃ রিয়াজুর রহমান, পটুয়াখালীঃ / ১৫৬ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

মোঃ রিয়াজুর রহমান, পটুয়াখালীঃ পটুয়াখালীর “কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাচাও” এমন দাবী নিয়ে শনিবার বেলা ১১টায় হাসপাতালের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইতিপূর্বে অবহেলা ও ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা, রোগীর আত্মীয় স্বজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন ৷

বক্তারা বলেন, ১৪ বছর ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করা চিকিৎসক ডাঃ জে এইচ খান লেলিন এটিকে তার নিজস্ব ব্যবসা কেন্দ্রে পরিণত করেছেন। একাধিক ল্যাব করেছেন। ব্যক্তিগত হাসপাতাল করেছেন। তার নেতৃত্বে মারামারিতে জখম হওয়া একই রোগীকে দুই ধরনের সনদ দেওয়া হয়। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। তার ভূল চিকিৎসায় বেশ কয়েকজন রোগীর প্রাণ হারিয়েছে। অঙ্গহানিসহ শারীরিক যন্ত্রনা পোহাতে হচ্ছে অনেক রোগীকে। সম্প্রতি ওই ডাক্তারের বিরুদ্ধে বার বার মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়৷ এদিকে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিতর্কিত এই চিকিৎসককে পদোন্নতি দিয়ে একই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছিল।

বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে জে এইচ খান লেলিনের অপসারণের দাবি জানান। অন্যথায় কলাপাড়া অচল করে দেওয়ার হুমকি দেন তারা। মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এবিষয়ে কথা বলার জন্য হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে গিয়ে পাওয়া যায়নি ডা: লেলিনকে। একাধিকবার মুঠোফোনে কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পটুয়াখালীর সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাঁকে পদোন্নতি দিয়ে একই জায়গায় পদায়ন করা হয়েছে। উর্ধতন কতৃপক্ষ সেখানে সিভিল সার্জন অফিসের করার কিছুই নেই বলে জানান। তারপরও আজকে তাঁর বিরুদ্ধে যে বারবার মানববন্ধন হয়েছে সেটি স্বাস্থ্য অধিদপ্তরকে অবগত করা হবে বলে জানান তিনি।


আরও খবর পড়ুন: