সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী আবদুল করিম মৃধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন একই কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নাজমুল আলম। শনিবার (৪ মে) আবদুল করিম মৃধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তিনি যোগদান করেন।
উল্লেখ্য, নাজমুল আলম ১৯৯৩ সালের ৯ সেপ্টেম্বর থেকে ১৯৯৮ সালের ১ ফেব্রুয়ারী পর্যন্ত দুমকি জনতা কলেজে শিক্ষকতা করেন। এরপর ১৯৯৮ সালের ২ ফেব্রুয়ারী থেকে অদ্যবধি পর্যন্ত আবদুল করিম মৃধা কলেজে চাকুরীরত রয়েছেন। কলেজের সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের নিকট একজন দক্ষ, অভিজ্ঞ ও বিনয়ী শিক্ষক হিসেবে পরিচিত তিনি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদানের পরে এক সাক্ষাৎকারে নাজমুল আলম বলেন, “ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমার দায়িত্বকালে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো কলেজের সুনাম বজায় রেখে এবং সকল ছাত্র-ছাত্রী, এখানে কর্মরত আমার সহকর্মীবৃন্দের এবং সকল কর্মচারীদের সুযোগ সুবিধা বিবেচনা করে কাজ করতে। অত্র কলেজের সকল শিক্ষার্থীদের যাতে পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয় আমি সেই চেষ্টা করবো। চেষ্টা করবো আমার আচরণ দ্বারা যাতে কেউ কষ্ট না পায়। আমার কলেজের সকলকে সাথে নিয়েই আমি কাজ করবো ইনশাআল্লাহ।”