জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সরকারের শপথ গ্রহন) উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দল মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ তসলিম সিকদার, সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ জালাল খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।