ষ্টাফ রিপোর্টারঃ শনিবার ১৪ অক্টোবর বিকেল ৪ টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার এর পক্ষে হাজার হাজার জনতার অংশগ্রহণে এক বিশাল গনমিছিল বের হয়। মিছিলটি পটুয়াখালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পুরো এলাকা। এসময় সব বয়সের মানুষকে দেখা যায় মিছিলে অংশগ্রহণ করতে।
গণমিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাড. মোঃ গোলাম সরোয়ার বলেন, “পটুয়াখালী-১ আসনে অনেকেই আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। কিন্তু একটা জায়গায় আমরা একই স্লোগান দেই, আর সটি হলো জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তাকে জয়ী করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবো। তাই, আমি বলতে চাই আপনারা একেকজন একেকজনের উগ্রতা নিয়ে সমর্থন করেন। আমরা উগ্রতা চাইনা। যদি কেউ এই উগ্রতা নিয়ে সম্পর্কের অবনতি ঘটান, কেউ কাউকে কটাক্ষ করে কথা বলেন, কেউ কমিটি ভাঙ্গার হুমকি দেন, তার পরিনতি কিন্তু ভালো হবে বলে আমি মনে করিনা। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের রাজনীতি করি। আপনার একজনকে ভালো লাগতেই পারে, আপনি একজনকে ভালোবাসতেই পারেন, তাই বলে কেউ কাউকে কটাক্ষ করে যদি কথা বলেন, সেটা দলের শুভ হবে বলে আমি মনে করি না।