• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

উপজেলা পরিষদ নির্বাচন: ৪ ভাগে বিভক্ত দুমকী উপজেলা আ’লীগ

মো. রিয়াজুল ইসলামঃ / ২১৬ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

মো: রিয়াজুল ইসলামঃ আসন্ন ২৯মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকীতে চেয়ারম্যান প্রার্থীর প্রচার-প্রচারণা ও সমর্থনে বিভক্ত হয়ে পড়েছে উপজেলা আ’লীগের নেতাকর্মীরা। কে কার পক্ষে সমর্থন দিয়ে কাজ করবেন এ নিয়ে দ্বিধায় আছেন তৃণমূলের সাধারণ কর্মীরা

জানা গেছে, মোটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর-রশীদ হাওলাদার। তাঁর পক্ষে নিয়মিত সভা সমাবেশ করছেন উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সহ-সভাপতি ও পাঙ্গাসিয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. গাজী নজরুল ইসলাম, সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেশ কিছু নেতা কর্মী।

অপরদিকে দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান সিকদার। তাঁর পক্ষে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মোর্তুজা শুক্কুর, মুজিবুর রহমান মাস্টার, ওয়াহিদুজ্জামান সহিদ মুন্সী, দপ্তর সম্পাদক মোঃ মাইনুল ইসলাম প্যাদা, উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজহার আলী মৃধাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী মাঠে নেমেছেন।

আনারস প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. মেহেদী হাসান মিজান। তাঁর পক্ষে উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুলতান আহমেদ মোল্লা ও যুবলীগের সভাপতি হাওলাদার ফিরোজ্জামান সহ উপজেলা আ’লীগ ও যুবলীগের বেশ কিছু নেতাকর্মী মাঠে সরব রয়েছেন।

ইউরোপের দেশ মাল্টা আ’লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার কাপ-পিরিচ প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাও. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মৃধাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেশ কিছু নেতা কর্মী তাঁর পক্ষে মাঠে কাজ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “এটা কোন আ’লীগের নির্বাচন নয়। নৌকা প্রতীক দেয়া হয়নি। যার যাঁকে ভালো লাগবে তাঁর সাথে কাজ করতে পারবে।পরবর্তীতে দলীয় শৃঙ্খলায় কোন নেতিবাচক পড়বে কিনা এমনটি জানতে চাইলে তিনি আরও বলেন, দলীয় কার্যক্রমে কোন নেতিবাচক প্রভাব পড়ার কথা নয়। জয়-পরাজয় মেনে নিয়েই যে যার মত কাজ করবে। তবে মিথ্যাচার করে কোন প্রার্থীর সমালোচনা করলে তখন তো মন-মানসিকতায় দূরত্ব তৈরি হয়ই।”

দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে পছন্দের কোন প্রার্থী আছে কিনা জানতে চাইলে কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী -১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. আফজাল হোসেন সাউথ বিডি নিউজ ২৪-কে বলেন, “আমি তো নিজেও কাউকে না কাউকে ভোট দেব, নির্বাচনী প্রচার-প্রচারণায় তো অংশ নিচ্ছি না। এ আসনের ৩টি উপজেলায়ই আমাকে পছন্দ করেন এমন নেতারা প্রার্থী হয়েছেন। জনগণের সমর্থন আদায় করে যদি তাঁরা বিজয়ী হয়ে আসতে পারে আমি তাদের সাধুবাদ জানাবো।”


আরও খবর পড়ুন: