জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ১২ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি (১৬ সেপ্টেম্বর) সোমবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে পটুয়াখালীর আব্দুল করিম মৃধা কলেজে আলোচনা সভা, দোয়া মিলাদ, কেরাত ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় আব্দুল করিম মৃধা কলেজ মিলনায়তনে ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন। আলোচনায় অংশগ্রহন করেন কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জহুরুল ইসলাম, হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক গৌতম কুমার দাস, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নাসিমা শাহিন প্রমুখ।
অনুষ্ঠানে কেরাত প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় হয়েছেন- একাদশ শ্রেনীর ছাত্রী মোসাঃ জান্নাতুল, সমাজকর্ম (সম্মান) শিক্ষার্থী সোহেল আহম্মেদ ও রাষ্ট্রবিজ্ঞান (সম্মান) শিক্ষার্থী মো. কাওসার হোসেন। কুইজে ১ম হয়েছেন মো. কাওসার হোসেন, ২য় হয়েছেন একাদশ শ্রেনীর জান্নাতুল ও ৩য় হয়েছেন একাদশ শ্রেনীর ছাত্রী মিম আক্তার। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে হামদ-নাত প্রতিযোগিতা ১ম স্থান অধিকারী সমাজকর্ম (সম্মান) এর শিক্ষার্থী সোহেল আহম্মেদকে কলেজের পক্ষ থেকে তাকে সম্মানীয় পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিনসহ অতিথিবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন গাজী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে স্মরন করে চললে সমাজে কোন হিংসা, হানাহানি থাকবে না, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।