জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ "শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই" এই প্রতিপাদ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় টাউন কালিকাপুর, ইত্যাদি সড়ক, আল কারীম ভবন সদর উপজেলা কার্যালয়ে এ পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা শাখার সভাপতি মাস্টার মুহা. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মুহা. সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি মাও. মুহা. নজরুল ইসলাম, সহ-সভাপতি মাও. মুহা. নেছার উদ্দীন নোমানী, সেক্রেটারি এইচ. এম আবদুল হাকীম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাও. আবুল বাশার জেহাদী ও সাংগঠনিক সম্পাদক মুহা. জাহিদ হোসেন লিটন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা শাখার সেক্রেটারি মাও. মুহাম্মাদ আল আমিন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার মো: ফারুক হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাও. রাসেল মাহমুদ, ইসলামি যুব আন্দোলন সদর উপজেলা শাখার মো. রিয়াজুল ইসলাম ও ইসলামি ছাত্র আন্দোলন সদর উপজেলা শাখার সভাপতি মোঃ হোসাইন আহমাদ।
আলোচনা শেষে ইসমামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার ৫৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।